শিরোনাম:

যেভাবে হয়েছিল ১৯৯৬ সালে খালেদা জিয়ার একতরফা নির্বাচন

পাকিস্তানের সিরিজ জয়

রাজশাহীর তিন পৌরসভায় আ.লীগ, একটিতে ‘বিদ্রোহী’র জয়

দক্ষিণ সুরমায় ইন্টারনেট প্রোভাইডার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ

সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক জি এম আজমের ভাই এর মৃত্যুতে মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর শোক প্রকাশ

বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করুক. তরুণ প্রজন্মকে ডা. নুজহাত চৌধুরী

নতুন সময় ডেস্ক
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০১৮

মঈন মোশাররফ : শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজাহাত চৌধুরী বলেছেন, বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করুক আমাদের তরুণ প্রজন্ম। বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি খুশি হতাম তাদের আদর্শে দেশ গঠন হলে। বুদ্ধিজীবীদের আদর্শকে সম্মান জানালে। এর জন্য তরুণ প্রজন্মের প্রয়োজন বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করা। তাদের আদর্শে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত দেশ দেখতে চাই। শুক্রবার নিউজ টুয়েন্টিফোরের টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের কথা বলাই হতো না। সরকারিভাবে আমাদের জানানো হতো না তখন, আমরা নিজেরা সাধারণ জনগণের সাথে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছি। এমনকি আমরা যে বুদ্ধিজীবীর সন্তান এটা কেউ জানতোই না। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসার পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের কার্ড পাঠানো হয়। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানায় বুদ্ধিজীবী কবরস্থানে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে তারা সঠিক পদক্ষেপ নিতে পারবে এবং প্রতিষ্ঠিত হবে বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ ।

� পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ �
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত