ম্যানচেষ্টার প্রতিনিধিঃ গত সোমবার ১৩ ই জুলাই হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের অফিসে সভা অনুষ্টিত হয়। সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিতে এবং সংগঠনের সেক্রেটারী মুরাদ আহমদের পরিচালনায় সংগঠনের বিগত দিনের কায্যক্রমের উপর আলোচনা করা হয়। তারপর সভায় সর্বসম্মতিক্রমে গত বছরের কমিটি পুন:বহাল রেখে আগামী দুই বছরের জন্য পুনরায় মনোনীত করা হয়।
সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: হিরন খান , রুবেল রহমান, রুজেল আহমেদ, মাহবুব রহমান, মো: আনিসুর রহমান তালুকদার, শামস উদ্দিন, মো: ফরহাদ উদ্দিন,জাহাংগীর আলম, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম খান,মাসুম আহমেদ, আহমেদ হোসেইন, আলী ওসমান নাইম, নিক্সন ও আজির উদ্দিন প্রমুখ ।
হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের আগামী দুই বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে।
তারা হচ্ছেন যথাক্রমে :
সভাপতি:-মিজানুর রহমান মিজান
সহ-সভাপতি:-মোহাম্মদ হিরণ খান
সহ-সভাপতি:-রুবেল রহমান
সহ-সভাপতি:-সৈয়দ রোজেল আহমেদ
সাধারণ সম্পাদক:-মুরাদ আহমেদ
সহ সাধারন সম্পাদক:-মোঃ জালাল চৌধুরী
কোষাধক্ষ্য:-মোঃ আনিসুর রহমান তালুকদার
সহ কোষাধক্ষ্য:-মাসুম আহমেদ
ক্রীড়া সম্পাদক:-মাহবুব রহমান
সহ-ক্রীড়া সম্পাদক:-জাহাংগীর আলম
সাংগঠনিক সম্পাদক:-শামস উদ্দিন
সহ-সাংগঠনিক সম্পাদক:-মোঃ রফিকুল ইসলাম খান
প্রচার সম্পাদক:-উদ্দিন মোহাম্মদ ফরহাদ
সহ প্রচার সম্পাদক:-মাহমুদুল হাসান প্রান্ত
সদস্য,
মেহেদী রহমান
সৈয়দ আজির উদ্দিন
শাকিল ইসলাম
আহমেদ হোসাইন
মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী
সোহেল রানা চৌধুরী
ফয়ছল কাবির নিক্সন
আলী ওসমান নাঈম
নিক্সন। উল্লেখ্য টেইমসাইডে একমাত্র ক্রীড়া সংগঠন হাইড বয়েজ ক্রিকেট ক্লাব বিগত কয়েক বছর যাবৎ কায্যক্রম চালিয়ে যাচ্ছে সেই সাথে সাবার সহয়োগিতা কামনা করেন ।