চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে
আসন্ন পবিত্র ঈদ ঊল আযহা উপলক্ষে ভিজিএফ চাওল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
#শেখ_হাসিনার_বাংলাদেশ
#ক্ষুদা_হবে_নিরুদ্দেশ।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির পরামর্শে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করেন, উক্ত খাদ্যশস্য (চাউল) সকল ওয়ার্ডে ৯৪০ পরিবার প্রতি ১০কেজি হারে চাউল ও মাস্ক উপকারভোগীর মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২২ জুলাই বুধবার চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃএকরামুল হক। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব লিটন খন্দকার, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হাজ্জী আবদুল করিম ভুঁইয়া, ইউপি সচিব মোঃ রুহুল আমিন মজুমদার, ৮ নং ওয়াডের ইউপি মেম্বার আলী হোসেন, ২ নং ওয়াডের ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম ইউপি সহকারী হিসাবরক্ষ মোঃ ইলিয়াছ প্রমুখ।