শিরোনাম:

যেভাবে হয়েছিল ১৯৯৬ সালে খালেদা জিয়ার একতরফা নির্বাচন

পাকিস্তানের সিরিজ জয়

রাজশাহীর তিন পৌরসভায় আ.লীগ, একটিতে ‘বিদ্রোহী’র জয়

দক্ষিণ সুরমায় ইন্টারনেট প্রোভাইডার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ

সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক জি এম আজমের ভাই এর মৃত্যুতে মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর শোক প্রকাশ

চৌদ্দগ্রামে দেশীয় রিভলভার সহ যুবক আটক

নতুন সময় ডেস্ক
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২০

এম এ আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় রিভলভার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেন্সিডিল সহ মো. মানিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

সে ফেনী সদর থানার পাঁচগাছিয়া গ্রামের শামসুল হকের ছেলে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতঘরিয়া বিওপি’র ইনচার্জ সুবেদার মো. সাদেকুর রহমান। জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলভার, চার রাউন্ড গুলি ও বিশ বোতল ফেন্সিডিল সহ মানিককে আটক করা হয়। বুধবার সাতঘরিয়া বিওপি’র ইনচার্জ সুবেদার মো. সাদেকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম খানার এসআই মো. খায়ের উদ্দীন ভূঁইয়া বলেন, “বিজিবি এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়”।

� পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ �
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত