জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ মহানগর আহ্বায়ক কমিটি কে সিলেট জেলা ও মহানগর বি এন পি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পক্ষথেকে সংবর্ধনা প্রধান করা হয়। এই সময় উপস্হিত ছিলেন মাহবুব কাদির শাহী যুগ্ন সাধারন সম্পাদক সিলেট মহানগর বি এন পি, হুমায়ুন আহমদ মাসুক যুগ্ন সাধারন সম্পাদক সিলেট মহানগর বি এন পি, মাহবুব চৌধুরী সাংগঠিক সম্পাদক সিলেট মহানগর বি এন পি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের মধ্যে উপস্হিত ছিলেন লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, আতাউর রহমান কুটি, আব্দুল মুমিন, শফিকুর রহমান কুটি, কাজী মেরাজ, গাজী লিটন, জেহিন আহমদ, আব্দুল আহাদ, জুবের আহমদ আমিরী, জামাল আহমদ খাঁন, ইফতি আহমদ সুমিম,শাহরিয়ার খান, আহমেদ মোহন,শেখ রাসেল,লোকমান আহমদ,সামছুজামান সুজন,ছায়েদ আহমদ দিপক,শাহ মোঃ সিফিয়ান
আলী ইসলাম,রহমত আহমদ টিটু,রুমেল আহমদ রিপন বাবুল আহমদ,শাহবুদ্দিন আহমদ,মাসুক পারভেছ রাবেল,আব্দুল লতিফ কাউসার,সৌরভ সিদ্দিকি,মাহবুবুর রহমান মাহবুব,সৌরভ আহমদ,ইয়াছিন আহমদ মান্না।
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সংবর্ধিত এবং উপস্হিত ছিলেন। – জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সিলেট মহানগর আহ্বায়ক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী তুহিন, যুগ্ন আহবায়ক সাঈদ মাহমুদ ওয়াদুদ, যুগ্ন আহবায়ক মুজাহিদ আলী, যুগ্ন আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম খোকন,যুগ্ন আহ্বায়ক মফিজ আহমদ, যুগ্ন আহবায়ক শাকিল আহমদ খান,যুগ্ন আহ্বায়ক বিশ্বজিৎ দেব শেখর,যুগ্ন আহ্বায়ক জিয়াউল রহমান রুমেল, যুগ্ন আহবায়ক আবির দেব, যুগ্ন আহবায়ক জালাল আহমদ, সদস্য রাজীব খাঁন, সদস্য হেলাল আহমহদ প্রমূক।