এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃঃ কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামীকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা। আটককৃতরা হলেন; চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মোঃ সোহেল(২০), সাগর(১৯), ইমরান(২০), লিটন(৩০), ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের কালা মিয়ার ছেলে ননু মিয়া(২৫), আনু মিয়া(৩০), বেলু মিয়া(৩৫), কালা মিয়া(৬০) ও মাদক মামলার আসামী চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামের আবদুল বারেকের ছেলে সোহেল(২৮)।
জানা গেছে, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই আরিফ, এএসআই ইয়াছিন, নুর উদ্দিন, আরিফ মাওলা ও জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানকালে মাদকসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পৌর এলাকার রামরায়গ্রামের সোহেলসহ নয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।