শিরোনাম:

যেভাবে হয়েছিল ১৯৯৬ সালে খালেদা জিয়ার একতরফা নির্বাচন

পাকিস্তানের সিরিজ জয়

রাজশাহীর তিন পৌরসভায় আ.লীগ, একটিতে ‘বিদ্রোহী’র জয়

দক্ষিণ সুরমায় ইন্টারনেট প্রোভাইডার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ

সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক জি এম আজমের ভাই এর মৃত্যুতে মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর শোক প্রকাশ

চৌদ্দগ্রামে নিখোঁজের যুবক রেজওয়ান থানায় সাধারণ ডায়েরি।

নতুন সময় ডেস্ক
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২০

এম এ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে রেজওয়ান আহম্মেদ অনন্ত(১৭) নামের এক যুবক নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। এ ঘটনায় অনন্তের পিতা আলী আজগর বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ অনন্ত উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত জে এম আই সিরিঞ্জ ফ্যাক্টরীর সুপারভাইজার আলী আজগরের পুত্র। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কালাদহ গ্রামে।

জানা গেছে, ২০০১ সাল থেকে আলী আজগর জে এম আই সিরিঞ্জ ফ্যাক্টরীতে কর্মরত রয়েছে। চাকরীর সুবাধে আলী আজগর পরিবারের সদস্যদের নিয়ে রাজেন্দ্রপুরের ইউনুছ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকে। তাঁর ছেলে রেজওয়ান আহম্মেদ অনন্ত এস এস সি পাশ ও অবিবাহিত। সে বৃহস্পতিবার সকালে কলেজে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যা পর্যন্ত ভাড়া বাসায় না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও রেজওয়ান আহম্মেদ অনন্তকে পাওয়া যায়নি। আদরের সন্তান অনন্ত নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী(নং-৪৫৮) করেছে তাঁর বাবা আলী আজগর।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত অনন্ত’র সন্ধান পায়নি তাঁর পরিবার। কোন সহৃদয়বান ব্যক্তি রেজওয়ান আহম্মেদ অনন্তকে দেখলে তাঁর বাবা আলী আজগরের ০১৮১২৩২৪১৩৪ নাম্বার বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছে পরিবারের লোকজন।

� পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ �
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত