আজকের কাগজ ডেস্কঃ শুক্রবারে নগরীর ভার্থখলাস্ত সিটিনেট ব্রডব্যান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, পেইস আই টি নেটওয়ার্ক পরিচালক ইমতিয়াজ মোঃ ফয়সল, ও সিটিনেট ব্রডব্যান্ডের পরিচালক শাহাদাত খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটিনেট ব্রডব্যান্ড বিশ্বনাথের পরিচালকগ আলী আহমদ শুয়াইব,আব্দুল মতিন, এম আর এস নেটওয়ার্ক পরিচালক, আব্দুল্লাহ আল মামুন, সিটিনেট খাজাঞ্চি নেটওয়ার্কের পরিচালক মো দেলোয়ার হোসেন, জিকু ওয়াইফাই নেটওয়ার্ক পরিচালক জিকু আহমেদ, সিটিনেট ব্রডব্যান্ড পরিচালকগন জসিমউদদীন মোঃ শিমুল ও হোসেন আহমদ রুহুল প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত হয়, (ক) সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ ভালো মানের সেবা নিশ্চিত করা, (খ) অনুপস্থিত যারা তাদের সমন্বয় করা, (গ) আরো কয়োটি সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে, বিবিধ।